ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ভুল মানচিত্র দেখানোয় ভারতে আলজাজিরা বন্ধ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুল মানচিত্র দেখানোয় ভারতে আলজাজিরা বন্ধ

আলজাজিরার লোগো

আন্তর্জাতিক ডেস্ক : ভুল মানচিত্র প্রচারের খেসারত হিসেবে ভারতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার পাঁচ দিন বন্ধ করেছে দেশটির সরকার।

 

বুধবার ভারতের টেলিভিশন পর্দায় আলজাজিরা চ্যানেল কোনো কনকেন্ট ছাড়াই সম্প্রচারিত হয়েছে। পর্দায় শুধু দেখা গেছে কিছু কথা, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী ২২ এপ্রিল ১২টা ১ মিনিট থেকে ২৭ এপ্রিল ১২টা ১ মিনিট পর্যন্ত চ্যানেলটি দেখা যাবে না।’

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আগে এক নোটিশে জানায়, ২০১৩ ও ২০১৪ সালে আলজাজিরায় ভারতের ভুল মানচিত্র দেখানো হয়। পরে বিষয়টি সারভেয়ার জেনারেল অব ইন্ডিয়াকে (এসজিআই) অবহিত করা হয়।

 

বিষয়টি খতিয়ে দেখে এসজিআই। পরে জানানো হয়, ‘ভারতের মানচিত্রে কাশ্মীরের অংশবিশেষ দেখানো হয়নি আলজাজিরায়। এ ছাড়া চ্যানেলটিতে দেখানো কিছু মানচিত্রে ভারতের লাক্ষ্যাদ্বীপ ও আন্দামান দ্বীপ বাদ দেওয়া হয়।’

 

মূলত এসব কারণে বুধবার থেকে শুরু করে পাঁচ দিন ভারতে আলজাজিরা চ্যানেল দেখা যাবে না।

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়